ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দীঘিনালায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
দীঘিনালায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে।

মাইনি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালার মেরুং ইউনিয়নের প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পরেছে। ইতোমধ্যে ৫টি কেন্দ্রে ১০০ পরিবার আশ্রয় নিয়েছে।  

বন্ধ হয়ে গেছে রাঙামাটির লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ। সেখানে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেগুলো, বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রশিক নগর দাখিল মাদ্রাসা এবং হাজাধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চোরম্যান মাহমুদা বেগম লাকি বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে ছুটছে। আমরা তাদের জন্য খাবারসহ সব ধরনের ব্যবস্থা করেছি।

এদিকে জেলার চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরের বটতলী, মুসলীম পাড়া, কালাডেবা, গঞ্জপাড়াসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া যাচ্ছে। তবে কোনো হতাহতের খবর নেই। জেলায় মোট ১৩৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।