ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

কৃষি

বোরো ক্ষেতে ‘লক্ষ্মীর-গু’র আক্রমণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
বোরো ক্ষেতে ‘লক্ষ্মীর-গু’র আক্রমণ

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার একটি বোরো ব্লকের পাকা-আধা পাকা ধানে ‘লক্ষ্মীর-গু’ নামের ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে।

কৃষি অফিসারদের পরামর্শে কীটনাশক ছিটিয়েও থামানো যাচ্ছে না ছত্রাকের আক্রমণ।

ফলে ক্ষেতের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের মধ্যবর্তী ৫০ একর জমির একটি বোরো ব্লক রয়েছে। আর ক’দিন পরই সেখানকার কৃষকদের গোলায় পাকা
ধান উঠবে। কিন্তু তার আগে ‘লক্ষ্মীর-গু’ নামের ছত্রাকের আক্রমনে কৃষকদের স্বপ্ন ধূলিসাৎ হতে বসেছে।

ওই ব্লকের সুপারভাইজার (ম্যানেজার) জামাল সরদার বলেন, ব্লকটির অধিকাংশ জমি পতিত ছিল। কৃষি অফিসের পরামর্শে পুরো ব্লকের জমি বোরো চাষের আওতায়
নিয়ে আসা হয়। কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ পেয়ে বোরো আবাদ করা হয়েছিল।

আর কয়েকদিন পরই ধান কাটা শুরু হতো। কিন্তু ক্ষেতের পাকা আধা পাকা ধানে ‘লক্ষ্মীর-গু’ নামের একটি ছত্রাক ছড়িয়ে পড়েছে।  

ফারুক সরদার ও রবিন নামের দুইজন কৃষকের ক্ষেতে সর্বপ্রথম ছত্রাকটি আক্রমণ করে। তারা প্রণোদনার ব্রি-হাইব্রিড-৫ জাতের ধান রোপণ করেছিলেন।

তিনি আরও জানান, বর্তমানে অন্যান্য ক্ষেতেও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। অপরদিকে একই উপজেলার বিভিন্ন এলাকার বোরো ক্ষেতে ব্লাষ্টের আক্রমণ দেখা
দিয়েছে।  

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বিআর-২৮ ও ২৯ জাতের ধানে গত বছরের ন্যায় এবছরও ব্লাষ্টের আক্রমন হওয়ায় ফলন বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি অফিসার মো. সহিদুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি আমাকে অবহিত করেছে। আক্রান্ত
ক্ষেতগুলোতে ছত্রাকনাশক ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।