ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

লাকসাম জেলা বাস্তবায়নে সৌদি আরবে কমিটি গঠন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
লাকসাম জেলা বাস্তবায়নে সৌদি আরবে কমিটি গঠন

রিয়াদ: বাংলাদেশের কুমিল্লার লাকসাম উপজেলাকে জেলা বাস্তবায়ন করতে সৌদি আরবে কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মক্কা, মদীনা, দাম্মামসহ বড় বড় শহর থেকে লাকসামের প্রবাসীদের নিয়ে সৌদি আরবস্থ লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের নব গঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।



এই কমিটি লাকসামকে জেলা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বৃহত্তর লাকসামের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে।

সাবেক ছাত্র নেতা মোশারফ কাঞ্চনকে (জেদ্দা) সভাপতি, মাসুদ আহমেদকে (আল কাছিম) সাধারণ সম্পাদক ও মাসুদ পারভেজ খানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি মো. সোহাগ (রিয়াদ), মহব্বত উল্লা (জেদ্দা), নুরুন্নবী মায়া (জেদ্দা), মাহবুব (আল কাছিম), মানিক মিয়া (রিয়াদ), সোহেল খান (রিয়াদ) ও নুরুল আলম (রিয়াদ), সহ-সাধারণ সম্পাদক, আবদুল্লাহ আল মামুন (রিয়াদ) ও ওমর ফারুক (রিয়াদ), সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন (আল কুছ), প্রচার সম্পাদক রাফসানুল ইসলাম সাইফ, (রিয়াদ) সহ প্রচার সম্পাদক আবুল খায়ের (জিজান), দফতর সম্পাদক আবুল খায়ের খায়রুল (দাম্মাম), যুব ও ক্রীড়া সম্পাদক আনু মিয়া (দাম্মাম), সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন (জেদ্দা), ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন (রিয়াদ), অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মদ (দাম্মাম), মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (জেদ্দা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শরীফ (কুম্পুদা) পাঠাগার বিষয়ক সম্পাদক মনোনীত হন।

অন্যান্য সদস্যরা হলেন মাসুদ পারভেজ (রিয়াদ), মনির হোসেন শিমুল (মক্কা), গিয়াস উদ্দিন ইয়াছিন (আল কাছিম), অহিদুল ইসলাম ফারুক (জেদ্দা) ও সোহাগ হোসেন (জেদ্দা), খলিলুর রহমান (রিয়াদ), লিটন মজুমদার (আল কাছিম), শাহেদুল হক (আল হাচা), আবুল খায়ের (রিয়াদ), খালেদ ভুঁইয়া (জেদ্দা), সালেহ আহম্মদ (মক্কা), আমিনুল ইসলাম (আল কাছিম), রবিউল হোসেন (আল কাছিম), সামছুল আলম (আল কাছিম), নাজমুল হাসান (আল কাছিম), রায়হান (আল কাছিম), খোরশেদ আলম (রিয়াদ), খালেদ (রিয়াদ), সিরাজুল ইসলাম (রিয়াদ), আবদুল আজিজ (কুম্পুদা), বিল্লাল হোসেন (কুম্পুদা), হান্নান (কুম্পুদা), আ. জব্বার (কুম্পুদা), দুলাল মিয়া (জেদ্দা), জালাল (জেদ্দা), শিবলী (দাম্মাম), সহিদ উল্লাহ (জিজান), খোরশেদ আলম (জিজান), ফারুক হোসেন (জিজান), আবুল ফয়েজ (জেদ্দা), আবু তাহের (জেদ্দা), আবদুল মালেক (জিজান), এমরান হোসেন (জিজান), আহসান উল্লাহ (রিয়াদ), টিপু সুলতান (রিয়াদ) ও আমির হোসেন (রিয়াদ)।

কমিটির উপদেষ্টারা হলেন মো. জাকির হোসেন, মিজান মাহমুদ সুমন, মহিউদ্দিন চৌধুরী, আবদুল মতিন ও জাহাঙ্গীর আলম।

নেতারা জানান, এই কমিটি গঠনের মধ্য দিয়ে আমরা বৃহত্তর লাকসামবাসীর কাঁধে-কাঁধ, হাতে-হাত রেখে সামনের দিকে এগিয়ে যাব।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ