ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে এ বছর ২৬৭ বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
সৌদিতে এ বছর ২৬৭ বাংলাদেশির মৃত্যু ফাইল ফটো

রিয়াদ: চলতি ২০১৫ সালে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে মারা গেছেন ২৬৭ জন বাংলাদেশি।

এর মধ্যে মিনা ট্র্যাজেডিতে ১৩৭ জন, ক্রেন দুর্ঘটনায় ১ জন এবং স্বাভাবিক মৃত্যু হয়েছে ১২৯ জনের।

মক্কায় বাংলাদেশ হজ মিশন থেকে এ তথ্য পাওয়া যায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ. কে. এম শহীদুল করিম বাংলানিউজকে বলেন, মিনা দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ৯৬ জনের পরিচয় মিলেছে।

হজ মিশনের একটি সূত্র বাংলানিউজকে জানায়, হজ পালনের সময় মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশিদের শনাক্ত করতে হজ মিশনের একটি প্রতিনিধিদল নিয়মিতভাবে স্থানীয় হাসপাতাল এবং মর্গ পরিদর্শন করছেন।

এদিকে, অন্যান্য বছরের মতো এবার হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন ১২৯ বাংলাদেশি। নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিদের মক্কা, মদিনা এবং জেদ্দার বিভিন্ন কবরস্থানে দাফন করা হয়। এবারও তাই হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ