ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

হজে ২৫ বছরে ২৯৬৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
হজে ২৫ বছরে ২৯৬৬ জনের মৃত্যু

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে গত ২৫ বছরে বিভিন্ন দুর্ঘটনায় দুই হাজার ৯শ ৬৬ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে, ১৯৯০ সালে মক্কায় পদদলিত হয়ে এক হাজার ৪শ ২৬ জন হাজির মৃত্যু হয়।



১৯৯৪ সালে মিনায় (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর ছুড়ে মারার সময় মৃত্যু হয় ২শ ৭০ জন হাজির।

১৯৯৭ সালে মিনায় হাজিদের তাবুতে আগুন লেগে ৩শ ৪০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এক হাজার ৫শ জন আহত হন।

১৯৯৮ সালে মিনায় (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর ছুড়ে মারার সময় ১শ ৮০ জন হাজির মৃত্যু হয়। পদদলিত হয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

২০০১ সালে মিনায় পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়।

২০০৪ সালে হজের সময় মৃত্যু হয় ২শ ৪৪ জন হাজির।

২০০৬ সালে মিনায় পাথর নিক্ষেপের সময় দুর্ঘটনায় ৩শ ৬০ হাজির মৃত্যু হয়।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর হজ চলাকালে মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে ১শ ১১ জন নিহত হন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিনায় হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতার সময় বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারার সময় পদদলিত হয়ে কমপক্ষে ৭শ ১৭ জন হাজির (রাত সোয়া ৯টা পর্যন্ত) মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮শ ৬৩ জন হাজি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ