ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি প্রতিনিধি দল ঢাকা আসছে রোববার

মোহাম্মদ আল আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
সৌদি প্রতিনিধি দল ঢাকা আসছে রোববার

রিয়াদ: বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে রোববার (০৮ ফেব্রুয়ারি) ৩ দিনের সফরে ঢাকায় আসছে ১৭ সদস্যের একটি সৌদি প্রতিনিধিদল।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মোশাররফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



এ ব্যাপারে দ‍ূতাবাসের কাউন্সিলর (শ্রম)  সারওয়ার আলম বাংলানিউজকে  বলেন,  ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী ড. আহমেদ আল ফাহাইদ।

প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ সরকারের শ্রম সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান সারওয়ার আলম।

বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন এবং দ্রুততম সময়ের মধ্যে কিভাবে জনশক্তি নেওয়া যায় এব্যাপারে করণীয় নির্ধারণ করবেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ