ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি বাদশাহর মৃত্যুতে শহীদুলের শোক

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
সৌদি বাদশাহর মৃত্যুতে শহীদুলের শোক আব্দুল্লাহ বিন আবদুল আজিজ

রিয়াদ: সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক বার্তায় তিনি এ শোক জানান।



বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজ ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সব সময়ই বাংলাদেশের প্রতি আন্তরিক ছিলেন তিনি।

তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, একই সঙ্গে বাদশাহর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ