ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় ১০৫তম নভেম্বর বিপ্লব দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
আগরতলায় ১০৫তম নভেম্বর বিপ্লব দিবস পালন

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরায় বিভিন্ন বামপন্থী দলের উদ্যোগে ১০৫তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হয়েছে।

রোববার (০৭ নভেম্বর) সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজধানীর মেলার মাঠ এলাকায় দিবসটি পালন করা হয়।

এ সময় দলীয় পতাকা উত্তোলন এবং নভেম্বর বিপ্লবে অংশগ্রহণকারী নেতাদের স্মরণ করা হয়।

কর্মসূচি শেষে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, নভেম্বর বিপ্লবের মাধ্যমে লেনিনের নেতৃত্বে পুঁজিবাদকে উৎখাত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এদিন রাশিয়ায় মালিক শ্রেণির শাসন উচ্ছেদ করে শ্রমিক শ্রেণির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।

অন্যদিকে এসইউসিআই’র নেতাকর্মী ও সদস্যরা দিবসটিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, সমাজতন্ত্র হচ্ছে সুস্থ এবং সুন্দর সমাজ গঠনের অন্যতম পথ। পুঁজিবাদ ধনীদের হাতে সব সুবিধা রেখে দেওয়ার সুযোগ করে দেয়। বর্তমান পরিস্থিতিতে ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশে বাসিন্দাদের বড় অংশ দরিদ্র। মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে এই বৈষম্য দূর হয়ে যাবে।

নভেম্বর বিপ্লব উপলক্ষে আগরতলা টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করেছে সিপিআইএম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।