ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

কষ্ট বাড়িয়েছে পৌষের বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
কষ্ট বাড়িয়েছে পৌষের বৃষ্টি অকাল বৃষ্টিতে সাধারণ মানুষের দুর্ভোগ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলাসহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে শুক্রবার (২৭ডিসেম্বর) ভোররাত থেকেই। সকালের দিকে মাঝারি ধরনের হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুসারে, দিনভর আকাশ মেঘে ঢাকা থাকবে। একারণে সূর্যের দেখা মেলেনি।

আগামী বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে রোববার ও মঙ্গলবার আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল থাকতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

উত্তরের কনকনে হাওয়া, উপরন্তু অকাল বৃষ্টিতে মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে সমস্যায় পড়েছেন খোলা আকাশের নিচে বসবাসকারীরান। একদিকে শীতে কাবু, তার ওপর বৃষ্টি তাদের যন্ত্রণা বাড়িয়ে তুলেছে দ্বিগুণ।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসসিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।