ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ভারতের হ্যান্ডবল দলের কোচের দায়িত্বে ত্রিপুরার আশিষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
ভারতের হ্যান্ডবল দলের কোচের দায়িত্বে ত্রিপুরার আশিষ

আগরতলা (ত্রিপুরা): ভারতের জাতীয় হ্যান্ডবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার ছেলে আশিষ কর।

আশিষ কর ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের বাসিন্দা। তিনি বর্তমানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অধীনে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশের লৌখনো শহরে অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৫ বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা চূড়ান্ত প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন। এ প্রতিযোগিতায় ভারতের প্রায় প্রতিটি রাজ্যের প্রতিযোগীরা অংশ নেবেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) আশিষ নিজেই বাংলানিউজকে এ সুখবর জানান। তিনি বলেন, বর্তমানে আমি লৌখনো শহরে আছি। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোকে সর্বোচ্চ মানের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবো।

এদিকে, তার দায়িত্ব পাওয়া খবর ত্রিপুরাজুড়ে বইছে খুশির জোয়ার। কারণ ত্রিপুরা থেকে তিনিই প্রথম এমন দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।