ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
ত্রিপুরায় ট্রাকচাপায় নারীর মৃত্যু .

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার প্রতাপগড় বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় গৌরী বনিক নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  

ত্রিপুরার সদর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) সুমন মজুমদার বাংলানিউজকে জানান, গৌরী আগরতলার আই জি এম হাসপাতালে কিডনি ডায়ালাইসিস শেষে বাড়ি ফেরার পথে প্রতাপগড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার
মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও ট্রাকটি জব্দ করা বলেও জানান এসডিপিও সুমন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।