ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার কৈলাসহর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
ত্রিপুরার কৈলাসহর থেকে দম্পতির মরদেহ উদ্ধার ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর থেকে উদ্ধার দুই মরদেহ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর থানাধীন গোলকপুর এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সঞ্জিৎ কুর্মি (২৫) ও তার স্ত্রী প্রতিমা কুর্মি (২১)।

তারা ঊনকোটি জেলার কৈলাসহর থানাধীন গোলকপুর এলাকার বাসিন্দা।

কৈলাসহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌগত চাকমা বাংলানিউজকে বলেন, সকালে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান ওসি সৌগত।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।