ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ত্রিপুরায় বিজিবি-বিএসএফ বৈঠক বিজিবি-বিএসএফ কর্মকর্তারা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্তসহ বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) কর্মকর্তারা। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরে সেক্টর কমান্ডেন্ট পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাত।

বিএসএফের পক্ষে ছিলেন তেলিয়ামুড়া ও পানিসাগর সেক্টরের ডিআইজি বেবি যোসেফ ও সিন্ধু কুমার।

সূত্র বলছে, সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ টহল, সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচারসহ যেসব সমস্যা রয়েছে-সেসব ‍বিষয়ে আলোচনা করেছেন কর্মকতার্রা।

এছাড়া বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত ফুটবল, ভলিবল ইত্যাদি খেলার মাধ্যমে মৈত্রীর সম্পর্ক মজবুত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠক ফলপ্রসু হয়েছে বলেও উভয় দেশের বাহিনীর তরফে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।