ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শুরু হলো পুলিশ সপ্তাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
ত্রিপুরায় শুরু হলো পুলিশ সপ্তাহ প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০১৯।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আগরতলার এডি নগরের পুলিশ লাইনের মাঠে প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কর্মসূচি শুরু হয়।

পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এ সময় তাকে সশস্ত্র সালাম জানান ত্রিপুরা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। পরে মুখ্যমন্ত্রী গাড়িতে করে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের মানুষের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন ত্রিপুরা পুলিশের সদস্যরা। বর্তমান সময়ে ত্রিপুরা পুলিশের সব চেয়ে বড় সাফল্য হচ্ছে মাদকবিরোধী অভিযান। পুলিশকে আরও আধুনিক করার জন্য কাজ চলছে। এজন্যই ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) পোশাক পরিবর্তন করা হয়েছে।  

প্রতিবছরের ন্যায় পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব, ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজি) অখিল কুমার শুক্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।