ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৫০০ বোতল মদ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ত্রিপুরায় ৫০০ বোতল মদ জব্দ জব্দকৃত মদ। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার চুরাইবাড়ী থানার অন্তর্গত শনিছড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০০ বোতল মদ জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে গোয়েন্দা শাখার ডিএসপি বিক্রমজিৎ শুক্লা দাস ও চোরাইবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শুক্রমণি দেববর্মার নেতৃত্বে শনিছড়া বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) চুরাইবাড়ী থানায় এসব সাংবাদিকদের দেখানো হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য এক লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।