ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিএসএফ-বিজিবি বৈঠক অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
ত্রিপুরায় বিএসএফ-বিজিবি বৈঠক অনুষ্ঠিত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত অপরাধ দমন, সীমান্তে পাচার বাণিজ্য শূন্যে নিয়ে আসা, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিষয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরে জেলা গ্রন্থাগারে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৫৫ নম্বর ব্যাটালিয়নের ডিআইজি ডি কে শর্মা। বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সেক্টরের কর্নেল জাকির হোসেন।  

এছাড়াও বৈঠকে উভয় পক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি কর্নেল ও বিএসএফ’র ডিআইজি সংবাদমাধ্যমকে বলেন, বৈঠকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। শান্তিপূর্ণভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব। আগামী দিনেও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করবে, সব সমস্যা সমাধানের চেষ্টা করবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা,ডিসেম্বর ২৯, ২০১৬
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।