ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলায় পরিবেশ বিষয়ক সচেতনতা র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বাণিজ্যমেলায় পরিবেশ বিষয়ক সচেতনতা র‌্যালি র‌্যালিতে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পরিবেশ দূষণরোধে সচেতনতা বিষয়ক র‌্যালি করেছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। এ সময় সচেতনতা বিষয়ে বিভিন্ন লেখা সম্বলিত পাঁচটি বেলুন ওড়ানো হয়।

সোমবার (৬ জানুয়ারি) বাণিজ্যমেলা প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টায় এ র‌্যালি করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

র‌্যালি শেষে মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, মেলা প্রাঙ্গণে বিভিন্ন সময়ে পরিবেশ দূষণ করা হয়। বিশেষ করে মেলার স্টলগুলোতে ক্ষতিকর পলিথিনের ব্যবহার হয়। এ বিষয়ে আমরা সচেতন করবো যাতে স্টলে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার হয়। মেলায় ধূলা দূষণের শিকার হন আগতরা। এবার দিনে দুই বেলা পানি ছিটানো হবে যাতে ধূলা দূষণ থেকে আগত দর্শনার্থীরা রক্ষা পান।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি সচেতনতার কোনো বিকল্প নেই। তাই আমরা আগত দর্শনার্থীদের সচেতন করতে উদ্যোগ নিয়েছি। সচেতনতা বিষয়ে লেখা সম্বলিত পাঁচটি বেলুন মেলা প্রাঙ্গণে ওড়ানো হয়েছে। দর্শনার্থী সবাই এটা দেখে সচেতন হবেন।

উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, পরিবেশ দূষণরোধে দেশব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা মেলা প্রাঙ্গণে সচেতনতা কার্যক্রম হাতে নিয়েছি। এরপর আমরা প্রতিটি স্টলে লিফলেট বিতরণ করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহমেদ, মেলা বাস্তবায়ন কমিটির সচিব আব্দুর রউফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।