ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

ভেনাস জিনিয়াস নিয়ে বাণিজ্যমেলায় ম্যাটাডোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ভেনাস জিনিয়াস নিয়ে বাণিজ্যমেলায় ম্যাটাডোর ভেনাস জিনিয়াস নিয়ে বাণিজ্যমেলায় ম্যাটাডোর

ঢাকা: ভেনাস জিনয়াস আই-টেক, হাইস্কুলসহ নানা ধরনের কলম পাশাপাশি খাতা, রাবার, রঙ পেন্সিলের প্যাকেজ আইটেম নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছে ম্যাটাডোর গ্রুপ।

বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ম্যাটাডোর প্যাভিলিয়নে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

নতুন পণ্য হিসেবে ম্যাটাডোর নিওন সাইন পেন, ওয়েল পেস্ট পেন্সিল, লেডিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ নিয়ে এসেছে।

ম্যাটাডোর গ্রুপের সহকারী ব্যবস্থাপক এস এম আরিফুল ইসলাম আরিফ বাংলানিউজকে বলেন, মেলায় মূলত প্রচারের জন্য এসেছি আমরা। পাশাপাশি বাজারে কোন পণ্যের কেমন চাহিদা- সেটাও যাচাই হয়ে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাটাডোরের পণ্য নকল করে অসাধু চক্র আমাদের সুনাম ক্ষুণ্ন করছে। ইতোমধ্যে একটা দল এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

রঙ পেন্সিল সেট কিনেছে হলিক্রস স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলা স্নিগ্ধা। সে জানায়, রঙ পেন্সিলের সেট লাইব্রেরিতেও পাওয়া যায়, তবে এখান থেকে কিনলে আসলটা পাওয়া যাবে।

মেলায় ম্যাটাডোর দিচ্ছে রঙ পেন্সিলের প্যাকেজ ৬৫ টাকা কমে ৩শ’ টাকায়, ৪টি খাতা একত্রে ৫০ টাকা কমে ২শ’ টাকায়, ৬০ টাকা কমে ৪টি টুথব্রাশ ১শ’ টাকায়। রয়েছে আরও অনেক অফার।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।