ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

বাণিজ্য মেলায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বাণিজ্য মেলায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: ২৭ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়  ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের মূল্য তালিকা না টাঙানোয় তাদের এই জরিমানা করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) বাণিজ্য মেলা মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (অভিযোগ) মাসুম আরেফিনের নেতৃত্বে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে পণ্যের মূল্য তালিকা  না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে এই জরিমানা এবং সতর্ক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মো. সেলিমুজ্জামান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (গবেষণাগার) শরিফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার রিয়াদ আহমেদ,  অধিদপ্তরের কর্মচারীরা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম এই অভিযানে তাকে সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।