ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

চলে গেলেন ভারতের ৩বারের অলিম্পিক স্বর্ণজয়ী বলবীর সিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
চলে গেলেন ভারতের ৩বারের অলিম্পিক স্বর্ণজয়ী বলবীর সিং চলে গেলেন ভারতের ৩বারের অলিম্পিক স্বর্ণজয়ী বলবীর সিং

জীবন যুদ্ধে হার মানলেন ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় বলবীর সিং। বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করে সোমবার (২৫ মে) হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি এক কন্যা ও তিন ছেলে রেখে গেছেন।

ভারতের হয়ে তিনবার অলিম্পিক স্বর্ণজয়ী বলবীর আধুনিক অলিম্পিক ইতিহাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা নির্বাচিত ১৬ জন কিংবদন্তির মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে আইকনিক সেন্টার-ফরোয়ার্ডের মর্যাদা লাভ করেন।

বলবীরের অধীনে এখনও অলিম্পিক ফাইনালে সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড রয়েছে।

১৯৫২ হেলসিনকি অলিম্পিকে হকির ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারত ৬-১ ব্যবধানে জয় পেয়েছিল। যেখানে একাই ৫ গোল করেন বলবীর। ১৯৫৭ সালে তিনি ভারতের পদ্মশ্রী পুরস্কার পান।

কিংবদন্তি এই হকি খেলোয়াড় ভারতের হয়ে লন্ডন (১৯৪৮), হেলসিনকি (১৯৫২) সহঅধিনায়ক ও মেলবোর্ন (১৯৫৬) অধিনায়ক হিসেবে অলিম্পিক স্বর্ণ জেতেন।

এছাড়া ১৯৭৫ সালে ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী হকি দলের ম্যানেজার ছিলেন বলবীর সিং।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ২৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ