ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

পরপারে মোটর রেসিং কিংবদন্তি স্টার্লিং মোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
পরপারে মোটর রেসিং কিংবদন্তি স্টার্লিং মোস

চলে গেলেন ব্রিটিশ মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস। দীর্ঘদিন অসুস্থ থাকা এই তারকার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০ বছর। তাকে ফরমুলো ওয়ানের সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করা হয়। যদিও তিনি তার ক্যারিয়ারে কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেননি।

এর আগে ২০১৮ সালের জানুয়ারি থেকেই অবশ্য শারীরিক সমস্যার কারণে জনসম্মুখে আসা বন্ধ করে দিয়েছিলেন মোস।

মোস ১৯৫১ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত এফওয়ান প্রতিযোগিতায় ৬৬বার লড়ে ১৬বার চ্যাম্পিয়ন হয়েছিলেন।

তিনি প্রথম ব্রিটিশ চালক হিসেবে ১৯৫৫ সালে অ্যাইনট্রিতে হোম গ্র্যান্ড প্রিক্স জেতেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ