এবাবের আসরটি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
নতুন বছরের প্রথম দিন বেলা ১২ টার দিকে সাভার গলফ ক্লাবে গিয়ে দেখা গেছে, প্রধান ফটক থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পণ্য ও গলফ খেলার ব্যানার-পোষ্টার লাগানো হয়েছে।
ছবি:বাংলানিউজ
সাভার গলফ ক্লাব কর্তৃপক্ষ থেকে জানা গেছে, গত রোববার (২৯ ডিসেম্বর) থেকে সাভার গলফ ক্লাবে এবারের আসরটি শুরু হয়েছে। এ খেলায় প্রথম দিন থেকে ১০৪ জন খেলোয়াড় খেলেছেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৬ জন এগিয়ে ছিলেন। পরে এই ৪৬ জনের মধ্যে তৃতীয় ও শেষ দিনের খেলায় এখন পর্যন্ত এগিয়ে আছে সাভার গলফ ক্লাবের মজনু।
আজ শেষ দিনের খেলা শেষে বিকেল তিনটার সময় সাভার গলফ ক্লাবের হল রুমে টুর্নামেন্টের সমাপনী ও সেরা গলফারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
ছবি:বাংলানিউজ
এবারের টুর্নামেন্টের মোট বাজেট ১৪ লাখ টাকা, যার মধ্যে ১২ লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে।
এদিকে আগামীকাল (২ জানুয়ারি) বৃহস্পতিবার থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট-২০২০ এর পঞ্চম আসর বসবে সাভার গলফ ক্লাবেই। সে কারণে পঞ্চম আসরের ব্যানার-পোষ্টার দিয়ে ছেয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এমএমএস