ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

সেমিফাইনাল থেকে ফেদেরারের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
সেমিফাইনাল থেকে ফেদেরারের বিদায় ছবি:সংগৃহীত

দুর্দান্ত একটি বছর পার করা রজার ফেদেরারের শেষটা অবশ্য ভালো হলো না। এটিপি ওয়ার্ল্ড ট্যুর টেনিস ফাইনালস থেকে বিদায় নিলেন সুইস এ কিংবদন্তি। বছরের শেষে এই টুর্নামেন্টের সেমিফাইনালে ডেভিড গফিনের কাছে ৬-২, ৩-৬, ৪-৬ সেটে হেরে যান বিশ্বের দু’নম্বর তারকা। 

আসরের নিয়ম অনুযায়ী তিন সেটের এ লড়াইয়ে শুরুটা দারুণ ভাবেই করেছিলেন ফেদেরার। বেলজিয়ামের গফিনের বিপক্ষে প্রথম সেট সহজেই জিতে নেন তিনি।

কিন্তু শেষ দুটি সেটে অনবদ্য দৃঢ়তায় ম্যাচে ফিরে আসেন ২৬ বছর বয়সী গভিন।

দ্বিতীয় সেট ৬-৩ এবং তৃতীয় সেট ৬-৪ পয়েন্টে জিতে নিয়ে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের বিদায় নিশ্চিত করে দেন গফিন।  অন্য সেমিতে খেলা জ্যাক সক ও গ্রিগর দিমিত্রিভের মধ্যে যে জিতবে তার সঙ্গে ফাইনাল খেলবেন গভিন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ