ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

১৮ বছরের তরুণের কাছে নাদালের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
১৮ বছরের তরুণের কাছে নাদালের স্বপ্নভঙ্গ ছবি: সংগৃহীত

শীর্ষস্থান পুনরুদ্ধারের অপেক্ষাটা দীর্ঘায়িত হলো রাফায়েল নাদালের। স্প্যানিশ টেনিস আইকনকে রীতিমতো দুঃস্বপ্নই উপহার দিয়েছেন কানাডিয়ান তরুণ ডেনিস শাপোভালোভ। এগিয়ে থেকেও র‌্যাংকিংয়ের ১৪৩ নম্বর খেলোয়াড়ের কাছে অঘটনের শিকার হয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

রজার্স কাপের (কানাডিয়ান ওপেন) তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়লেন গত জুনে রেকর্ড দশম ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল। সেমিফাইনালে উঠতে পারলেই ইনজুরির কারনে অনুপস্থিত অ্যান্ডি মারেকে হটিয়ে ‍তিন বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষে ফেরার হাতছানি ছিল।

.সেই লক্ষ্যে পরিষ্কার ফেভারিট হয়েও যে এভাবে বিদায় নিতে হবে তা হয়তো কল্পনাও করেননি ১৫ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৬-৩, ৪-৬, ৬-৭ (৪-৭) গেমে ম্যাচের সমাপ্তি ঘটে। ইউএস ওপেন সামনে রেখে (২৮ আগস্ট শুরু) বড় এক ধাক্কাই খেলেন ৩১ বছর বয়সী নাদাল।  

শীর্ষ বাছাই নাদালকে হারিয়ে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন ১৮ বছর বয়সী শাপোভালোভ। উঠতি ক্যারিয়ারে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। এটিপি মাস্টার্স ইভেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোয়ার্টারে ওঠার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে নাদালের পর (মিয়ামি ওপেন, ২০০৪) সবচেয়ে কম বয়সী হয়ে শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করেন।

.সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে শাপোভালোভের প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো। যিনি দক্ষিণ কোরিয়ান তরুণ চুং হাইনকে সরাসরি সেট ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ