ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

শারাপোভার হাতে সিনসিনাটির ওয়াইল্ড কার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
শারাপোভার হাতে সিনসিনাটির ওয়াইল্ড কার্ড মারিয়া শারাপোভা/ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলে প্রতিযোগিতামূলক টেনিসে প্রত্যাবর্তন। এরপর নতুনভাবে ক্যারিয়ার শুরু। দীর্ঘ সময় নির্বাসনে থাকায় র‌্যাংকিংয়ে অবস্থান গিয়ে ঠেকে তলানিতে। ওয়াইল্ডকার্ড নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ মেলে। এবার অারেকটি ওয়াইল্ডকার্ড পেয়ে সিনসিনাটি মাস্টার্সে অংশ নিচ্ছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা।

হার্ড কোর্টে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ইউ এস ওপেনের (২৮ আগস্ট শুরু) প্রস্তুতি নিতে সিনসিনাটি ইভেন্টের গুরুত্ব অনেক। আগামী ১২ আগস্ট এই প্রতিযোগিতার পর্দা উঠবে।

চলবে ২০ আগস্ট পর্যন্ত।

এদিকে, পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী ত্রিশ বছর বয়সী শারাপোভা ছাড়াও ওয়াইল্ডকার্ড পেয়েছেন সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কোর্টে ফেরা বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। যিনি একসময় ছিলেন বিশ্বসেরা। বর্তমান র‌্যাংকিংয়ে দু’জনের অবস্থান যথাক্রমে ১৭৩ ও ২০৩। ভাবা যায়!

ছয় বছর আগে একবারই সিনসিনাটির শিরোপা জেতেন রাশিয়ান গ্ল্যামারগার্ল শারাপোভা। ২৭ বছর বয়সী আজারেঙ্কাও একবার ট্রফির স্বাদ নেন। ২০১৩ আসরের ফাইনালে তিনি সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ