ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

সাবেক পার্টনারের কাছে সানিয়ার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
সাবেক পার্টনারের কাছে সানিয়ার হার ছবি: সংগৃহীত

সরাসরি সেটে হেরে ইতালিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ভারতীয় টেনিসের এক নম্বর তারকা সানিয়া মির্জা-ইয়ারোসলাভা জুটি। সানিয়ার হারটা সাবেক পার্টনার মার্টিনা হিঙ্গিসের কাছে।

মহিলা ডাবলসের সেমিফাইনালে হারেন সানিয়া ও তার কাজাখ পার্টনার৷ সেমিতে তৃতীয় বাছাই ইন্দো-কাজাখ জুটি ৩-৬, ৬-৭ (৭) সেটে হারেন। সানিয়াদের হারিয়ে দেন জ্যান চ্যান ও মার্টিনা হিঙ্গিস।

সানিয়া ও তার পার্টনার আগের রাউন্ডেই প্রতিপক্ষকে সরাসরি সেটে উড়িয়ে সেমিতে আসে। কিন্তু, শেষ চারের লড়াইয়ে সাবেক পার্টনার মার্টিনা হিঙ্গিসের বিপক্ষে দাঁড়াতেই পারেননি।

গত বছরের ফেব্রুয়ারিতে রেকর্ড গড়ে টানা ৪১ ম্যাচ জয়ের পর থামে সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিসের বিজয়রথ। ইন্দো-সুইস এই জুটি জেতেন মহিলা ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লামও।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ২১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ