ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

সেমিতে মুখোমুখি নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
সেমিতে মুখোমুখি নাদাল-জোকোভিচ সেমিতে মুখোমুখি নাদাল-জোকোভিচ (বামে)-ছবি:সংগৃহীত

ডেভিড গফিনকে হারিয়ে মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিলেন রাফায়েল নাদাল। শুক্রবারের এ জয়ের পর স্প্যানিশ তারকা এখন শেষ চারে লড়বেন শীর্ষ দুই নম্বর বাছাই নোভাক জোকোভিচের বিপক্ষে।

এদিন জয় পেতে নাদালের সময় লাগে দুই ঘণ্টারও কম। যেখানে বেলজিয়াম গফিনের বিপক্ষে ৭-৬ (৭/৩) ও ৬-২ সেটে শেষ করেন।

এ জয়ের ফলে টানা তৃতীয় শিরোপা জয়ের খুবই কাছে সাবেক নাম্বার ওয়ান। এর আগে বার্সেলোনা ও মন্টে কার্লো জিতেছিলেন তিনি।

এদিকে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের মুখোমুখি হচ্ছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। শেষ চারে উঠতে অবশ্য জোকারকে বেশি কষ্ট করতে হয়নি। ম্যাচে কবজির ইনজুরির কারণে বিপক্ষ কেই নিশিকোরি নিজেকে প্রত্যাহার করে নিলে সেমিতে উঠে যান জোকোভিচ।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ