ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

পাঁচবারের চ্যাম্পিয়ন জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
পাঁচবারের চ্যাম্পিয়ন জোকোভিচের বিদায় ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) শিরোপা ধরে রাখার মিশনে ঘাম ঝরিয়েও জয় পাননি সাবেক বিশ্বসেরা নোভাক জোকোভিচ। টুর্নামেন্টের পাঁচবারের শিরোপা জেতা জোকোভিচ হেরেছেন ২১ বছরের এক তরুণের কাছে।

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের কাছে হেরেছেন ২৯ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর ম্যাচে ৬-৪, ৭-৬ সেটে জয় তুলে নিয়েছেন কিরগিওস।

শীর্ষ বাছাই খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলতে নামেন জোকোভিচ। ব্রিটিশ তরুণ কাইল এডমান্ডকে প্রথম সেটে ৬-৪ গেমে হারান গত তিন আসরের চ্যাম্পিয়ন। ৭-৬ (৭-৫) গেমের ফলাফলে কোর্ট ছাড়েন সার্বিয়ান সেনসেশন।

প্রায় ২ ঘণ্টা লড়াইয়ের পর ম্যাচ হেরে জোকোভিচ জানান, ‘আমি জানি আমার খেলার কোনো অবনতি হয়নি। তবে, কিরগিওস দুর্দান্ত খেলেছে। এ মুহূর্তে সে একজন পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নিজেকে এগিয়ে নিচ্ছে। আমি খুশি আমার পারফর্মে। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে খেলার। হাইলেভেলের টেনিসে পরাজয় কোনো অস্বাভাবিক ঘটনা নয়। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ