ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

তৃতীয় রাউন্ডে ভেনাস-কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
তৃতীয় রাউন্ডে ভেনাস-কেরবার ভেনাস উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার/ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে (বিএনপি পারিবাস ওপেন) অঘটনের হাত থেকে ফিরে এসেছেন ভেনাস উইলিয়ামস! পিছিয়ে থেকেও তিন সেটের ঘুরে দাঁড়ানো জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন মার্কিন টেনিস আইকন। আরেক সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবার অনায়াসেই শিরোপা মিশন শুরু করেন।

ক্যালিফোর্নয়ায় টুর্নামেন্টের শীর্ষ বাছাই খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে কোর্টে নামেন ৩৬ বছর বয়সী ভেনাস। সেকশন-৮ এর ম্যাচটিতে সার্বিয়ার জেলেনা জানকোভিচের কাছে প্রথম সেটেই ৬-১ গেমে হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিলেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

দ্বিতীয় সেটে দু’জনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি ঘটে। ৭-৬ (৭-৫) গেমের জয়ে সমতায় ফেরেন জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট। তৃতীয় সেটে প্রথমটির উল্টো পুনরাবৃত্তি টানেন ভেনাস। ৬-১ গেমের দাপুটে পারফরম্যান্সে তৃতীয় রাউন্ডে পা রাখেন।

৮ নম্বর সেকশনে স্বদেশী তারকা কেরবারের কাছে দাঁড়াতেই পারেননি আন্দ্রেয়া পেতকোভিচ। সরাসরি সেট ৬-২, ৬-১ গেমের ফলাফলে উড়ন্ত সূচনা করেন জার্মান সেনসেশন। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ফ্রান্সের পাউলিন পার্মেন্টায়ার। ভেনাসের সামনে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা।

উল্লেখ্য, হাঁটুর ইনজুরির কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ