ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

কোয়ার্টারের আগেই মুখোমুখি নাদাল-ফেদেরার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
কোয়ার্টারের আগেই মুখোমুখি নাদাল-ফেদেরার! রাফায়েল নাদাল ও রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের পর আবারো মুখোমুখি হতে পারেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। কিন্তু, এবার রাউন্ডভিত্তিক ম্যাচে দু’জনের দ্বৈরথ দেখতে হবে টেনিস ভক্তদের!

ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে (বিএনপি পারিবাস ওপেন) দুই ম্যাচ জিতলেই একে অপরের বিপক্ষে কোর্টে নামবেন নাদাল ও ফেদেরার। এবারের আসরের ড্রয়ে সেকশন-৭ এ খেলবেন দুই সাবেক বিশ্বসেরা।

টুর্নামেন্টের শীর্ষ বাছাই খেলোয়াড়রা সরাসরি দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন। সেকশন-৮ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। কোনো অঘটন না হলে কোয়ার্টার ফাইনালে নাদাল বা ফেদেরারের সামনে পড়বেন সার্বিয়ান আইকন। এক নম্বর সেকশন থেকে শিরোপা মিশনে নামবেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নির্ধারণী পাঁচ সেটের অবিস্মরণীয় ফাইনালে নাদালকে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারান ফেদেরার। পাঁচ বছর পর ১৮তম গ্র্যান্ড স্লাম ট্রফির স্বাদ নেন ৩৫ বছর বয়সী সুইস কিংবদন্তি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ