ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

মৌসুমের প্রথম শিরোপা জিতলেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
মৌসুমের প্রথম শিরোপা জিতলেন মারে প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে দুবাই ওপেনের শিরোপা জিতেছেন অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের হতাশা ভুলে মৌসুমের প্রথম এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) টাইটেল জিতেছেন অ্যান্ডি মারে। সরাসরি সেটের জয়ে অনায়াসেই দুবাই ওপেনের শিরোপা উদযাপন করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

ফাইনালে মারের বিপক্ষে পাঁচটি গেম জিতলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি স্পেনের ফার্নান্দো ভার্ডাস্কো। ৬-৩, ৬-২ গেমের দাপুটে জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

 পুরো ম্যাচের ব্যাপ্তি ৭৪ মিনিট।

এর মধ্য দিয়ে রেকর্ডবুকে জায়গা করেন মারে। টুর্নামেন্টের ২৫ বছরের ইতিহাসে এ প্রথম কোনো ব্রিটিশ খেলোয়াড় দুবাই ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা দৌড়ে ফেভারিট হয়েও চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন মারে। পাঁচ বছর পর গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে ইতিহাস গড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার। দুবাইতে অবশ্য দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হন সুইস কিংবদন্তি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ