ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

কোয়ার্টার থেকেই জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
কোয়ার্টার থেকেই জোকোভিচের বিদায় ছবি: সংগৃহীত

মেক্সিকান ওপেনে প্রত্যাশিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও টেনিস আইকন নোভাক জোকোভিচকে বিদায় নিতে হয়েছে।

সেমি নিশ্চিতের ম্যাচে ২৯ বছর বয়সী জোকোভিচের সামনে ছিলেন ২১ বছর বয়সী অস্ট্রেলিয়ান নিক কিরগিয়াস।

কোয়ার্টারে ১ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে টিকতে পারেননি জোকোভিচ।

সার্বিয়ান শীর্ষ এই তারকা হেরেছেন ৭-৬ (১১-৯) ও ৭-৫ সেটে। এবারই প্রথম কিরগিয়াসের বিপক্ষে কোর্টে নেমেছিলেন জোকোভিচ।

এর আগে আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোর্তোর কাছে ৪-৬ ব্যবধানে হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন জোকোভিচ। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হারের দুঃস্মৃতি যেন ফিরে আসে! কিন্তু, দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সার্বিয়ান সুপারস্টার। ৬-৪ গেমে ফেরেন সমতায়। তৃতীয় রাউন্ডেও একই ব্যবধানের ফলাফলে স্বস্তির নিঃশ্বাস নিয়ে কোর্ট ছাড়েন। এবার টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো জোকোভিচকে।

শেষ ৩২’র ম্যাচে এম ক্লিজানের বিপক্ষে জোকোভিচ জিতেছিলেন ৬-৩, ৭-৬ (৭-৪) সেটে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ৩ মার্চ, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ