ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

প্রতিশোধ নিয়েই সেমিতে সানিয়া-বারবোরা জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
প্রতিশোধ নিয়েই সেমিতে সানিয়া-বারবোরা জুটি ছবি: সংগৃহীত

দুবাই ওপেনের শেষ চারের টিকিট নিশ্চিত করেছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা-বারবোরা স্ট্রিকোভা জুটি। ইন্দো-চেক এই জুটি দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন।

নারী ডাবলসে তৃতীয় বাছাই সানিয়ারা হারিয়েছেন সপ্তম বাছাই আমেরিকান জুটি স্পিয়ার্স-স্রিবোটনিকে। ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে ৬-২, ৭-৫ সেটে সরাসরি জিতেছেন সানিয়া-বারবোরা জুটি।

গত সপ্তাহেই কাতার ওপেনে সানিয়া-বারবোরা জুটিকে হারিয়েছিলেন স্পিয়ার্স-স্রিবোটনি জুটি। একরকম প্রতিশোধও নেওয়া হয়ে গেল সানিয়াদের।

সেমিতে সানিয়াদের প্রতিপক্ষ রাশিয়ান জুটি মাকারোভা-এলেনা ভেসনিনা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ