ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

অবসর নয়, খেলাটা উপভোগ করছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
অবসর নয়, খেলাটা উপভোগ করছেন ফেদেরার রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

অবসর নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রজার ফেদেরার। সুইস ইনডোর্স ইভেন্টের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ভক্ত-সমর্থকদের উদ্বেগটাও দূর হলো। আরও লম্বা সময় প্রতিযোগিতামূলক টেনিস খেলতে দৃঢ়প্রত্যয়ী সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

ইনজুরি আর ফিটনেস সমস্যায় ২০১৬ মৌসুমের অর্ধেকটা সময় ছিলেন কোর্টের বাইরে। গত মাসেই অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়ে নিজেকে নতুন রূপে আবিষ্কার করেন ৩৫ বছর বয়সী ফেদেরার।

পাঁচ বছর পর গ্র্যান্ড স্লাম টাইটেলের দেখা পান। দেশে ফিরে পান বীরোচিত সংবর্ধনা।

...হোমটাউনের এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ইভেন্টটির সঙ্গে তিন বছরের চুক্তি সই করেছেন ফেদেরার। বাসেলে প্রতি বছর অক্টোবরে সুইস ইনডোর্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে ফেদেরারের বয়স হবে ৩৮। বোঝাই যাচ্ছে, এই বয়সেও খেলাটা কতটা উপভোগ করছেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

অবসর নেওয়ার কোনো ইচ্ছা নেই সুইস আইকনের। খুব ব্যস্ত সময়ই পার করছেন তিনি। ক’দিন আগেই পর্বতচূড়ায় গিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি উদযাপনের ছবি প্রকাশ করেন। লেভার কাপের প্রথম আসর (সেপ্টেম্বরে) সামনে রেখে এর প্রচারণামূলক কাজের উদ্বোধন করতে যান চেক প্রজাতন্ত্রে। সেখানে নদীর ওপর বোটে টমাস বার্ডিচের সঙ্গে ফেদেরারের মিনি টেনিস উপভোগ করেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ