ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া-ইভান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া-ইভান সানিয়া-ইভান/ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেন ভারতীয় টেনসি সেনসেশন সানিয়া মির্জা ও তার ক্রোয়েশিয়ান পার্টনার ইভান ডডিজ।

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার ইভান ডডিজকে নিয়ে সানিয়া হারিয়েছেন স্বাগতিক জুটি সামান্থা স্টোসার ও স্যাম গ্রোথকে। ১ ঘণ্টা ১৮ মিনিট ধরে লড়াই চলে দুই পক্ষের।

প্রথম সেটে জয় পেলেও দ্বিতীয় সেটে পিছিয়ে পড়েন সানিয়া-ইভান জুটি। তবে, শেষ সেটে সুপার টাইব্রেকে গড়ানো ম্যাচটি নিজেদের করে নেন হায়দ্রাবাদের টেনিস তারকা সানিয়া। সানিয়া-ইভান জুটি জিতেছেন ৬-৪, ২-৬, ১০-৫ সেটে।

ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ডস্ল্যাম থেকে এখন এক ধাপ দূরে সানিয়া। ২০১৪ সালের ইউএস ওপেনের ডাবলসে ব্রাজিলিয়ান পার্টনার ব্রুনো সোয়াসেরকে নিয়ে গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতেছিলেন সানিয়া।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ