ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

বর্তমান চ্যাম্পিয়ন কেরবারের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বর্তমান চ্যাম্পিয়ন কেরবারের বিদায় অ্যাঞ্জেলিক কেরবার/ছবি: সংগৃহীত

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন মেয়েদের এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার। শীর্ষ বাছাই অ্যান্ডি মারের পর একই দিন বিদায় নিতে হলো জার্মান তারকা কেরবারকে।

রোববার (২২ জানুয়ারি) চতুর্থ রাউন্ডে রড লাভার অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন কেরবারকে হারিয়ে দেন আমেরিকান কোকো ভ্যানডেওয়েঘ। সরাসরি সেটে হেরে বিদায় নেন কেরবার।

ম্যাচের ফল ৬-২, ৬-৩।

এর আগে প্রথম রাউন্ডে ইউক্রেনের লেসিয়া তুরেনকোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ২৮ বছর বয়সী কেরবার। ৬-২, ৭-৫ আর ৬-২ গেমে জেতেন তিনি।

দ্বিতীয় রাউন্ডে উইথফটকে ৬-২, ৭-৬ আর ৬-২ গেমে জয় পান কেরবার। আর তৃতীয় রাউন্ডে পিসকোভাকে সরাসরি সেটে (৬-০, ৬-৪) হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ