ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

জয়ে প্রত্যাবর্তনের পর হারের স্বাদ পেলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
জয়ে প্রত্যাবর্তনের পর হারের স্বাদ পেলেন ফেদেরার রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ছয় মাস ছিলেন কোর্টের বাইরে। দীর্ঘ ১৫ বছর পর হপম্যান কাপে প্রত্যাবর্তনে প্রতিযোগিতামূলক টেনিস ফিরেছেন সুইস আইকন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ার জয় দিয়ে নতুন মৌসুম শুরু করলেও জাতীয় দলের টুর্নামেন্টটির দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

দীর্ঘ বিরতির পর ২০০১ সালের চ্যাম্পিয়ন ফেদেরার ২০০২ আসরের পর এবারই প্রথম হপম্যান কাপে খেলছেন। প্রথম ম্যাচে যুক্তরাজ্যের ড্যানিয়েল ইভান্সের বিপক্ষে ৬-৩, ৬-৪ গেমের জয় তুলে নেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

স্বদেশী তরুণী বেলিন্ডা বেনচিকের সঙ্গে দলগত ইভেন্টের প্রথম পর্বটি ৩-০ ব্যবধানে শেষ করেন।

‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে হারের লজ্জায় ডোবেন ফেদেরার। জার্মান তরুণ আলেক্সান্ডার ভারেভের কাছে তিন সেটের শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ৬-৭ (১-৭), ৭-৬ (৭-৪), ৬-৭ (৪-৭) গেমে হেরে যান। তিনটি সেটই টাইব্রেকারে নিষ্পত্তি হয়।

ফেদেরার হেরে গেলেও জার্মানিকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে সুইজারল্যান্ড। নারী এককে ছন্দে থাকা ১৯ বছর বয়সী বেলিন্ডার সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে টানা দুই ম্যাচেই দাপুটে জয়ে কোর্ট ছাড়েন তিনি। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা সুইসদের পরবর্তী প্রতিপক্ষ দ্বিতীয় স্থানধারী ফ্রান্স। ফ্রেঞ্চদের প্রতিনিধিত্ব করছেন রিচার্ড গাসকুয়েট ও ক্রিস্টিনা ম্লাডেনোভিক।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ