ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

মুন্সীগঞ্জে টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
মুন্সীগঞ্জে টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ তৃণমূল পর্যায়ে টেবিল টেনিস খেলোড়ার বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ তৃণমূল পর্যায়ে টেবিল টেনিস খেলোড়ার বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহা. হারুন-অর-রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসন লিপু, একুশে টেলিভিশনের ক্রীড়া সম্পাদক মো. জুনায়েদ হোসন ও সাংবাদিক তানভীর হাসান প্রমুখ।

২৩ জন ক্ষুদে ক্রীড়াবিদের মধ্যে থেকে ১৬ জনকে বাছাই করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বাছাইকৃত প্রতিভাবান অনূর্ধ্ব ১৬ খেলোড়ারদের প্রশিক্ষণ শুরু হবে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১০ দিন প্রশিক্ষণ চলবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্ট‍া, ডিসেম্বর ১৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ