ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

ডিসেম্বরেই কোর্টে ফিরছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ডিসেম্বরেই কোর্টে ফিরছেন ফেদেরার ছবি: সংগৃহীত

প্রত্যাশার চেয়ে দ্রুত সময়ে ফিরছেন রজার ফেদেরার। ডিসেম্বরে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে (আইটিপিএল) খেলার বিষয়টি নিশ্চিত করেছেন সুইস কিংবদন্তি। হাঁটুর ইনজুরির কারণে অনেকদিন ধরেই প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

ঢাকা: প্রত্যাশার চেয়ে দ্রুত সময়ে ফিরছেন রজার ফেদেরার। ডিসেম্বরে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে (আইটিপিএল) খেলার বিষয়টি নিশ্চিত করেছেন সুইস কিংবদন্তি।

হাঁটুর ইনজুরির কারণে অনেকদিন ধরেই প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

গত জুলাইয়ে উইম্বলডনের সেমিফাইনালে বিদায় নেওয়ার পর আর কোনো ইভেন্টে দেখা যায়নি ৩৫ বছর বয়সী ফেদেরারকে। এবার ‘ইন্ডিয়ান এসেস’ টিমের হয়ে সংক্ষিপ্ত ফরমেটের আইটিপিএল টুর্নামেন্টে দেখা যাবে তাকে। জাপানের সাইতামা, সিঙ্গাপুর ও ভারতের হায়দ্রাবাদে এবারের আসরটি অনুষ্ঠিত হবে।

ফেদেরার অংশ নিলেও ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচ ও ফিটনেস সমস্যায় ভোগা রাফায়েল নাদাল অনুপস্থিত থাকছেন। তাই সব আলো থাকছে ফেদেরারের ওপর। তিন ভেন্যুতে চারটি দল শিরোপা লড়াইয়ে নামবে।

হায়দ্রাবাদে আগামী ৯ ও ১০ ডিসেম্বরের ম্যাচে কোর্টে নামবেন ফেদেরার। পারদিন ফাইনাল। রাউন্ড রবিন পদ্ধতিতে চার দলের শীর্ষ দুই টিম শিরোপা নির্ধারণীতে পা রাখবে।

এর আগে ফেদেরারের প্রশিক্ষক পিয়েরে পাগানিনি বলেছিলেন, ২০১৭ সালের শুরুতে টেনিসে ফেরার লক্ষ্যে দৃষ্টি রাখছেন ফেদেরার। পূর্ণ ফিটনেস নিয়ে সম্ভাব্য অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নতুন মৌসুম শুরুর সম্ভাবনা থাকলেও বছর শেষের আগেই সুইস আইকনের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ