ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

সেমিতে ভেনাস-সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
সেমিতে ভেনাস-সেরেনা ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস/ ছবি: সংগৃহীত

ঢাকা: উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পঞ্চমবার সেরেনা-ভেনাস ফাইনাল উপভোগ করতে পারে টেনিস বিশ্ব। দুই বোন এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।

শেষ চারের বাধা টপকাতে পারলেই ২০০৯ আসরের পর আবারো শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন বর্তমান ও ‍সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

রাশিয়ান আনাস্তাসিয়াকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিতে পা রাখেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারের পর মার্কিন টেনিস তারকার সামনে এবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।

অপর কোয়ার্টার ফাইনালেও সরাসরি সেটে জিতে কোর্ট ছাড়েন ভেনাস। প্রথম সেটে অবশ্য টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমের ঘাম ঝরানো জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন সেরেনার বড় বোন। এর পরেই যেন টনক নড়ে সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ীর! দ্বিতীয় সেটে কাজাখাস্তানের ইয়ারোসলাভাকে ৬-২ উড়িয়ে দিয়েই সেমির টিকিট নিশ্চিত করেন।

ফাইনালে ওঠার লড়াইয়ে আনাস্তাসিয়ার স্বদেশী ইলিনা ভেসনিনার বিপক্ষে কোর্টে নামবেন সেরেনা। আর ভেনাসকে চ্যালেঞ্জ জানাবেন এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ