ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

শেষ আটে ভেনাস-সেরেনা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
শেষ আটে ভেনাস-সেরেনা  ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস/ছবি: সংগৃহীত

ঢাকা: সরাসরি সেটের জয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন দুই বোন সেরেনা ও ভেনাস উইলিয়ামস। কোনো অঘটনের শিকার না হলে শিরোপা নির্ধারণীতে দু’জন একে অপরের মুখোমুখি হবেন।

জয় পেলেও ভেজা পিচ্ছিল ঘাসের কোর্ট নিয়ে আয়োজকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেরেনা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কোর্ট ঢেকে রাখা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। তা না হয়ে ‍থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন মার্কিন টেনিস আইকন। প্রতিদ্বন্দ্বী কুজনেৎসোভাও অভিযোগ দাঁড় করান।

পরে ম্যাচ অফিসিয়াল মারিজা সিস্যাক এসে প্রথমে সেরেনা ও পরে কুজনেৎসোভার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। মূলত, প্রথম সেটে কোর্টের পিচ্ছিল অবস্থা নিয়ে অন্তুষ্টি প্রকাশ করেন সেরেনা। একটা পর্যায়ে ৫-৫ গেমে সমতা ছিল।

পরের দুই গেম জিতে অবস্য সমর্থকদের স্বস্তি এনে দেন ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। দ্বিতীয় সেটে রাশিয়ান কুজনেৎসোভাকে ৬-০ গেমে উড়িয়ে দিয়েই কোয়ার্টারে পা রাখেন সেরেনা।

চতুর্থ রাউন্ডের অপর ম্যাচে সেরেনার বড় বোন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাসকে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছিল। ৬-৬ গেমে সমতার পর টাইব্রেকারে (৭-৩) প্রথম সেটের নিষ্পত্তি হয়। পরের সেটে ৬-৪ গেমে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করেন ৩৬ বছর বয়সী এ টেনিস তারকা।

সেমিতে ওঠার লড়াইয়ে কুজনেৎসোভার স্বদেশী আনাস্তাসিয়ার বিপক্ষে কোর্টে নামবেন সেরেনা। আর ভেনাসকে চ্যালেঞ্জ জানাবেন র‌্যাংকিংয়ে ৭১ নম্বরে থাকা কাজাখাস্তানের ইয়ারোসলাভা।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ