ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

জার্মান কিশোরের কাছেই হেরে গেলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
জার্মান কিশোরের কাছেই হেরে গেলেন ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: উইম্বলডন শুরুর আগে বড় এক ধাক্কাই খেলেন রজার ফেদেরার! প্রায় এক দশক পর কোনো কিশোরের বিপক্ষে হারের লজ্জায় পড়তে হয়েছে সুইস কিংবদন্তিকে। জার্মানির ১৯ বছর বয়সী আলেক্সান্ডার জিভারেভের বিপক্ষে হেরে গ্যারি ওয়েবার ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার।

এর মধ্য দিয়ে এই ইভেন্টে ফেদেরারের নবম শিরোপাটা জেতা হলো না। জার্মানির হ্যালি শহরের গ্যারি ওয়েবার স্টেডিয়ামে প্রথম সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন সুইস টেনিস আইকন। ৬-৬ গেমে সমতা থাকার পর টাইব্রেকারে ৭-৪ পয়েন্টে জিতে লিড নেন আলেক্সান্ডার। পরের সেটে ৭-৫ গেমের কষ্টার্জিত জয়ে সমতায় ফেরেন ফেদেরার।


তবে তৃতীয় সেটে ভক্ত-সমর্থকদের রীতিমতো হতাশই করেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। পক্ষান্তরে, ৬-৩ গেমের জয়ে টেনিস বিশ্বকে চমকই উপহার দেন জামার্নির এই উদীয়মান টেনিস খেলোয়াড়। নিশ্চিত করেন ফাইনাল। যেখানে তাকে লড়তে হবে স্বদেশী ফ্লোরিয়ান মেয়ারের বিপক্ষে (১৯ জুন)।

সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন মিস করার পর পিঠের ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরেন ফেদেরার। গ্র্যান্ড স্লাম ইভেন্ট উইম্বলডনের (২৭ জুন শুরু) প্রস্তুতি নিতে এখন প্রস্তুতিমূলক টুর্ন‍ামেন্টগুলোতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। কিন্তু জার্মান কিশোরের কাছে পরাজয়টা তার ফর্ম ও ফিটনেসকেই চোখ রাঙানি দিচ্ছে!

গত প্রায় ১০ বছরের মধ্যে এবারই প্রথম কোনো কিশোরের কাছে হারের স্বাদ নিয়েছেন ফেদেরারকে। এর আগে ২০০৬ সালের সিনসিনাটি মাস্টার্সে সে সময়ের উদীয়মান ব্রিটিশ সেনসেশন অ্যান্ডি মারের বিপক্ষে পরাজয় নিয়ে কোর্ট ছেড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ