ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

মারের সামনে রেকর্ড শিরোপার হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
মারের সামনে রেকর্ড শিরোপার হাতছানি ছবি: সংগৃহীত

ঢাকা: বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম ইভেন্ট উইম্বলডনের (২৭ জুন শুরু) প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিচ্ছেন অ্যান্ডি মারে। তার সামনে এবার অ্যাগন চ্যাম্পিয়নশিপের রেকর্ড পঞ্চম শিরোপার ‍হাতছানি।

ফাইনালে কানাডিয়ান মিলোস রাওনিকের মুখোমুখি হবেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

লন্ডনের কুইন্স ক্লাবের ঘাসের কোর্টে তিন সেটের জয়ে ক্রোয়েশিয়ান ম্যারিন সিলিককে হারিয়ে সেমির বাধা পার করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারে। প্রথম সেটটি ৬-৩ গেমে জিতলেও দ্বিতীয় সেটেই (৪-৬) হেরে বসেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা।

তৃতীয় সেটে অবশ্য ভক্ত সমর্থকদের আর নিরাশ করেননি দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৬-৩ গেমের জয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে পা রাখেন। নিশ্চিতভাবেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারের দুঃস্মৃতি ভুলতে চাইবেন মারে। তার ওপর এটিকে উইম্বলডনের সেরা প্রস্তুতি নেওয়ার সেরা আদর্শ বললেও ভুল হবে না। তবে শিরোপা জেতার দৌড়ে ‘ফেভারিট’ হলেও কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

কেননা, অস্ট্রেলিয়ান বার্নার্ড টমিককে সরাসরি সেট ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন রাওনিক। লন্ডনে রোববারের (১৯ জুন) ফাইনালে শেষ হাসি কে হাসবেন? মারে? নাকি সবাইকে চমক উপহার দেবেন রাওনিক? সেটিই এখন দেখার পালা!

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ