ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

ফরাসি ওপেনের সেমিতে সানিয়া-ডডিগ জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জুন ৩, ২০১৬
ফরাসি ওপেনের সেমিতে সানিয়া-ডডিগ জুটি ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। ফ্রেঞ্চ ওপেনের মিক্সড ডাবলসে সেমি-ফাইনাল নিশ্চিত করেছেন সানিয়া-ইভান ডডিগ জুটি।

ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপে-বেলারুশ জুটিকে হারিয়েছেন ভারতীয়-বসনিয়ান জুটি।

শেষ চারের টিকিট নিশ্চিত করতে নিজেদের দুরন্তভাবে মেলে ধরে ইয়ুং জ্যানচ্যান ও ম্যাক্স মিরনি জুটিকে ৬-১, ৩-৬ ও ১০-৬ গেমে হারিয়ে দিয়েছেন সানিয়ারা৷

ম্যাচের শুরু থেকেই ছন্দ ধরে রেখে খেলতে থাকেন সানিয়া-ডডিগ৷ প্রথম সেটে প্রতিপক্ষকে হারালেও দ্বিতীয় সেটে হেরে বসেন ভারতীয় টেনিস তারকা। তবে, বৃষ্টির রাঙানি উপেক্ষা করে তৃতীয় সেটে ফের ঘুরে দাঁড়ান সানিয়া-ডডিগরা৷ খুব সহজেই শেষ সেটটি নিজেদের করে নিতে পারেননি ভারতীয়-বসনিয়া জুটি। জমে উঠা শেষ সেটে ঘাম ঝরিয়েই জিততে হয় সানিয়াদের।

এর আগে সবশেষ ২০১৪ সালে মিক্সড ডাবলসে শিরোপা জিতেছিলেন সানিয়া। ব্রাজিলিয়ান ব্রুনো সোরাসের সঙ্গে জুটি বেধে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন ভারতীয় এই টেনিস সেনসেশন।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, ০৩ জুন ২০১৬
এমআর

** 
ফ্রেঞ্চ ওপেনের সেমিতে জোকোভিচ
** শেষ আটে সেরেনা, ভেনাসের বিদায়
** সেমিফাইনালে ওয়ারিঙ্কার মুখোমুখি মারে
** ঝড়ের কবলে জোকোভিচ!
** হালেপ-আগ্নিয়েস্কার বিদায়, টিকে রইলেন পিরোনকোভা
** কোয়ার্টারে মারে-ওয়ারিঙ্কা
** ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ-সেরেনা
**নাদালের ফ্রেঞ্চ ওপেন শেষ
**‘স্বরূপে’ ফিরলেন মারে
** ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল-সেরেনা
**পাঁচ সেটের রোমাঞ্চকর জয়ে লজ্জা এড়ালেন মারে
** জয়ে শুরু সেরেনার, অঘটনের শিকার কেরবার-আজারেঙ্কা
** দ্বিতীয় রাউন্ডে মারে-নাদাল-জোকোভিচ
** অঘটন থেকে বাঁচলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা
** ১৭ বছরে প্রথম গ্র্যান্ড স্লাম মিস করছেন ফেদেরার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ