ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

নাদালকে বিদায় করে সেমিতে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ১৪, ২০১৬
নাদালকে বিদায় করে সেমিতে জোকোভিচ নোভাক জোকোভিচ-ছবি:সংগৃহীত

ঢাকা: রাফায়েল নাদালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ইতালিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। শেষ আটের খেলায় স্প্যানিশ তারকাকে ৭-৫ ও ৭-৬ (৭-৪) সেটে হারান পুরুষ টেনিসের এক নম্বর তারকা।

এ জয়ের ফলে জোকোভিচ আসরটির পঞ্চম শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেলেন। আর নাদালের বিপক্ষে তিনি টানা সাত ম্যাচে জয় তুলে নিলেন। ফলে দু’জনের হেড টু হেড লড়াইয়ে তিনি এখন ২৬-২৩‘এ পিছিয়ে রয়েছেন।

এদিকে সার্বিয়ান তারকা জোকোভিচ শেষ ষোলো ম্যাচে সেরা ১০ পারফর্মারের বিপক্ষে জয় পেলেন। নাদাল অবশ্য নিজের শেষ ১৬ ম্যাচের মধ্যে ১৫ পয়েন্ট অর্জন করেছিলেন।

অন্যদিকে ডেভিড গফিনকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে। সেমিফাইনালে তিনি ৬-১ ও ৭-৫ সেটে জয় পান।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ১৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ