ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

মিয়ামি ওপেনের ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
মিয়ামি ওপেনের ফাইনালে জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: মিয়ামি ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে বেলজিয়ামের ডেভিড গভিনের বিপক্ষে ৭-৫ (৫), ৬-৪ গেমের কষ্টার্জিত জয় পান সার্বিয়ান এ তারকা।

 

ফাইনালে জোকোভিচ লড়বেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে। নিশিকোরি শেষ চারে নিক কারগিয়োসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

টেনিস বিশ্বের শীর্ষ তারকা জোকোভিচ এবারের মিয়ামি জিতলে তার গত ছয় বছরের মধ্যে পাঁচটি শিরোপা জেতা হবে। এছাড়া রেকর্ডধারী কিংবদন্তি আন্দ্রে আগাসির সঙ্গে যৌথভাবে ছয়টি শিরোপার মালিক হবেন জোকোভিচ।

এদিকে মিয়ামিতে নারী এককের ফাইনাল নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিনি সেমিফাইনালে অ্যাঞ্জেলিকুয়ে কেরবারকে হারিয়ে জয় পান। ফাইনালে বেলারুশের এ তারকা লড়বেন সেভতালানা কুজনেসসোভার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ