ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

টেনিস

তৃতীয় রাউন্ডে জোকোভিচ-মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
তৃতীয় রাউন্ডে জোকোভিচ-মারে

ঢাকা: মিয়ামি ওপেন টেনিসে দারুণ খেলছেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। ভিন্ন ম্যাচে জয় পেয়ে টেনিস বিশ্বের এক ও দুই নম্বর তারকারা আসরের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।



কাইল এডমুন্ডকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান সার্বিয়ান তারকা জোকোভিচ। অন্যদিকে ডেনিস ইস্তোমিনকে ৬-৩ ও ৭-৫ সেটে হারান বৃটিশ তারকা মারে।

এদিকে শারীরিক অসুস্থতার কারণে মিয়ামি ওপেন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। পেটের অসুখে ভুগছেন ফেদেরার। অন্যদিকে মিয়ামির অতিরিক্ত গরম অসুস্থ করে তোলে নাদালকে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ