ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় জয় পেল মোনার্ক পদ্মা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
দ্বিতীয় জয় পেল মোনার্ক পদ্মা

হকি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ দ্বিতীয় জয় পেয়েছে মোনার্ক পদ্মা। শনিবার (৫ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ালটন ঢাকাকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে পদ্মা।

 

ম্যাচের অষ্টম মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় ওয়ালটন ঢাকা। ম্যাচে ফিরতে খুব বেশি সময় লাগেনি মোনার্কের। ১৯ মিনিটে আল নাহিয়ান শুভর ফিল্ড গোলে সমতায় ফেরে তারা। পরের মিনিটেই আবারো এগিয়ে যায় ওয়ালটন। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আলি সুরিয়া।  

এরপরেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মোনার্ক পদ্মা। ২৫ মিনিটে বেলাল হোসেন, ৩২ মিনিটে রামিম হোসেন, ৩৫ মিনিটে সাইফ খান এবং ৪৪ মিনিটে ইয়ান গোভার্সের গোলে চালকের আসনে বসে মোনার্ক। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় ওয়ালটন ঢাকা।

ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয় পেল সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। হেরেছে বাকি চারটিতেই। পাঁচ ম্যাচে এটি তৃতীয় হার ওয়ালটন ঢাকার। জিতেছে দু'টিতে।

বাংলাদেশ সময় : ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।