ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

হঠাৎ অবসরের ঘোষণা পিকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
হঠাৎ অবসরের ঘোষণা পিকের জেরার্ড পিকে

বর্ণিল ক্যারিয়ারের ইতি টানছেন ডিফেন্ডার জেরার্ড পিকে। স্প্যানিশ এই মিডফিল্ডার জানিয়েছেন, শনিবার (৫ নভেম্বর) রাতে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচই হবে বার্সেলোনার জার্সিতে তার শেষ ম্যাচ।

 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক ভিডিও বার্তায় হঠাৎই এ কথা জানান পিকে।  

চলতি মৌসুমে জাভির অধীনে তিন ম্যাচে একাদশের শুরু থেকে ছিলেন পিকে। রোনাল্ড আরৌহো, এরিক গার্সিয়া, আন্দ্রেস ক্রিস্টেনসনদের ভিড়ে সুযোগ মিলছিল না তার। শেষ অব্দি অবসরের সিদ্ধান্তই নিয়ে ফেললেন বার্সার ট্র্যাবেলজয়ী দলের এই সদস্য।

ভিডিও বার্তায় পিকে বলেন, ‘আমি সবসময় বলেছি বার্সার পর কোনো দল নেই আর এটা এমনই থাকবে। এই শনিবার ক্যাম্প ন্যুতে নিজের শেষ ম্যাচ খেলবো। ’

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় ফের যোগ দেন পিকে। এরপর ৬শ’র বেশি ম্যাচ খেলেছেন তিনি।  

কাতালানদের জার্সিতে লা লিগাসহ জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। শনিবার আলমেরিয়ার বিপক্ষে ক্যাম্প ন্যুতে পিকেকে দেওয়া হবে বিদায়ী সংবর্ধনা।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এমএইচবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।