ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

বরিশালকে হারিয়ে রূপায়ণ সিটি কুমিল্লার জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
বরিশালকে হারিয়ে রূপায়ণ সিটি কুমিল্লার জয়

ফ্রাঞ্চাইজ হকি লিগে টানা তিন ম্যাচে জয় পেয়েছিল মেট্রো এক্সপ্রেস বরিশাল। আজ (৩ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বরিশালকে হারিয়ে তাদের জয়রথ থামিয়েছে রূপায়ণ সিটি কুমিল্লা।

 

রূপায়ন সিটি কুমিল্লার কাছে ৪-৩ গোলে হেরেছে বরিশাল। এটি তাদের টানা দ্বিতীয় জয়। কুমিল্লার হয়ে হ্যাটট্রিক করেন মালয়েশিয়ান খেলোয়াড় কিম সং ওয়েব, অন্য গোলটি করেছেন সোহানুর রহমান সবুজ।

বরিশালের হয়ে জোড়া গোল করেন আখিমুল্লা ইসহাক এবং একটি গোল করেন ফজলে হোসেন রাব্বি।  

ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূণ্য দুই দলই লড়াই করে গেছে সমান তালে। খেলার ১৬ মিনিটে রাব্বির ফিল্ড গোলে এগিয়ে যায় বরিশাল (১-০)। তৃতীয় কোয়ার্টারের খেলার ৪০ মিনিটে বরিশালের হয়ে ব্যবধান দ্বিগুন করেন আখিমুল্লা (২-০)। মধ্য মাঠ থেকে রোমান সরকারের বাড়ানো বলে ডি-বক্সে ঢুকে গোল করেন এই ফরোয়ার্ড।

খেলার ৪২ মিনিটে পিসি থেকে কুমিল্লার হয়ে ব্যবধান কমান কিম সং (২-১)। মিলনের পুশে বল থামান পারদ্রিব মোর। তার থেকে গোল করেন এই ফরোয়ার্ড। খেলার ৪৪ মিনিটে কিম সংয়ের গোলে সমতায় ফেরে কুমিল্লা (২-২)। মালয়েশিয়ান এই খেলোয়াড়ের গোলটি আসে পিসি থেকে।

চতুর্থ কোয়ার্টারে বরিশালের জালে আরও দুই গোল দেয় কুমিল্লা। খেলার ৪৮ মিনিটে কুমিল্লার হয়ে ব্যবধান বাড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরর্ণ করেন কিম সং (৩-২)। খেলার ৫৬ মিনিটে  আখিমুলার ফিল্ড গোলে সমতায় ফেরায় বরিশাল (৩-৩)।  খেলার ৫৮ মিনিটে সোহানুরের গোলে জয় পায় কুমিল্লা।

আগামীকাল (৪ নভেম্বর) শুক্রবার রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় বরিশালের মুখোমুখি হবে পদ্মা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। দ্বিতীয় খেলায় রাত ৮টা ১৪ মিনিটে খুলনা প্রতিপক্ষ চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।